শার্শার নাভারণে সাংবাদিকের দোকান লুট

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শার নাভারণ-সাতীরা মোড়ে নাইটগার্ডের সহায়তায় সাংবাদিক ইকবাল হোসেনের মালিকানাধীন মেসার্স এইচ বি ট্রেডার্সে (চালের আড়ত) লুট করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার ভোর রাতে একদল দুর্বৃত্ত দোকানের সার্টার ভেঙে ট্রাক ভিড়িয়ে দোকান থেকে ২৬০ বস্তা চাল ও ৮ টি গ্যাসের চুলাসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। সাংবাদিক ইকবাল হোসেন বেনাপোল থেকে প্রকাশিত সাপ্তাহিক বার্তা কণ্ঠ পত্রিকার নাভারণ প্রতিনিধি। অভিযোগ উঠেছে, নাভারণ-সাতক্ষীরা মোড় বাজারে কর্তব্যরত নাইটগার্ড বাবুল হোসেনের সহযোগিতায় দুর্বৃত্তরা দেড় ঘণ্টাব্যাপী লুটতরাজ চালায়। তারা ট্রাকে করে দোকানের সব মালামাল উঠিয়ে নিয়ে যায়। এ সময় বাজারের অন্যান্য নাইটগার্ড এগিয়ে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদেরকে অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে বসিয়ে রাখে।
সূত্রে জানা গেছে, ট্রাকভর্তি মালামাল নিয়ে দুর্বৃত্তরা চলে গেলে নাইটগার্ড বাবুল হোসেন আড়ত মালিককে খবর দেন। সাংবাদিক ইকবাল হোসেন ঘটনা শার্শা থানায় জানালে থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নাইটগার্ড বাবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় সাংবাদিক ইকবাল হোসেন বাদী হয়ে নাইটগার্ড বাবুল হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেছেন। শার্শা থানা ও যশোর ডিবি পুলিশ যৌথভাবে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নাইটগার্ড বাবুলকে আটক করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান জানান, পুলিশ ইতিমধ্যে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে। যত দ্রুত সম্ভব মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের আটক করা হবে।