জমি, বিল্ডিং, ফ্ল্যাটসহ যেসব খাতে কালো টাকা বিনোয়োগ করা যাবে

0

লোকসমাজ ডেস্ক॥২০২০-২১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারসহ জমি, বিল্ডিং ও ফ্ল্যাটে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে ২০২০-২১ অর্থবছরে এসব খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই ঘোষণা দেন।
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার, বন্ড বা যেকোনো সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করলে আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। বাজেট প্রস্তাবনায় পুঁজিবাজারের পাশাপাশি জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্রেও কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, ব্যক্তিশ্রেণির করদাতাদের চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত আয়কর রিটার্নে অপ্রদর্শিত শেয়ার, বন্ড বা যেকোনো সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করলে আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। উল্লেখ্য, পুঁজিবাজারে চলমান মন্দা কাটাতে এবং তারল্য সংকট মোকাবিলায় দুই স্টক এক্সচেঞ্জ, ব্রোকার ও বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাজেটে কালো টাকা বিনিয়োগ করার সুযোগ চাওয়া হয়েছিল। অর্থনীতিবিদসহ বিশিষ্টজনেরা এমন প্রস্তাবনার বিরোধিতা করলেও অর্থমন্ত্রী বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ প্রস্তাব করেছেন।