করোনাভাইরাস: যুক্তরাজ্যকে টপকে ৪ নম্বরে ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতেও তাণ্ডবে চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এমন পরিস্থিতির মাঝেই ৫ম দফার লকডাউন শিথিল করেছে দেশটি। আর তাতেই সংক্রমণ হার আরও বেড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৩২ জন। এতে যুক্তরাজ্য পেছনে ফেলে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে এলো ভারত। যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন। বৃহস্পতিবারই তা টপকে চতুর্থ স্থানে উঠে যায় ভারত। বর্তমানে রাশিয়ার ৫ লাখ ২ হাজার, ব্রাজিল ৭ লাখ ৮৭ হাজার এবং যুক্তরাষ্ট্র করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এরপরই যুক্তরাজ্যকে টপকে চতুর্থ স্থানে উঠে এলো ভারত।