যেসব পণ্যের দাম কমবে

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় সংসদে ২০২০-‌২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেটের প্রভাবে যেসব পণ্যের দাম কমবে-হ্যান্ড গ্লাভস, মাস্ক, সুরক্ষা সামগ্রী, ওষুধ, পিপিই, স্বর্ণ, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি, ডেইরি, আইসিইউ যন্ত্রপাতি, ইলেকট্রিক যন্ত্রপাতি, ফ্রিজ- এসির কম্প্রেসারের কাঁচামাল, পাদুকা শিল্পের কাঁচামাল, এলপিজি সিলিন্ডার, নির্মাণশিল্পের রড, টায়ার, দেশীয় মোবাইল সেট ইত্যাদি। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন-জিডিপিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। এতে ২০২০-২১ অর্থবছরের জন্য রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ।