যশোরে গৃহবধূ রিপা হত্যা মামলায় যুবকের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের গৃহবধূ রিপা খাতুন হত্যা মামলায় সাগর হোসেন ওরফে রবিউল নামে এক যুবকের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর হারুন অর রশিদ আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলার বিষেহরি গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে রিপা খাতুনের সাথে ১১ বছর আগে সরদার বাগডাঙ্গা গ্রামের তক্কেল সরদারের ছেলে ইমরানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের রিফাত (৯) নামে একটি ছেলে সন্তান রয়েছে। দুই বছর আগে ইমরান স্ত্রী রিপা খাতুনের বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হওয়ায় ইমরান তার স্ত্রী রিপাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়টি রিপা ওই সময় মোবাইল ফোনে তার পিতা-মাতাকে জানিয়েছিলেন। এ ঘটনার পর ২০১৯ সালের ৮ এপ্রিল স্থানীয় একটি ধানক্ষেত থেকে রিপার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন যশোরে আসেন। পরে নিহত রিপার পিতা মোশাররফ হোসেন জামাই ইমরান ও তার মা রিজিয়া বেগম সুন্দরীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে সাজিয়ালী ক্যাম্প পুলিশের তৎকালীন ইনচার্জ এস আই সুকুমার কুণ্ডু তদন্ত করেন। পরে এ মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর হারুন অর রশিদ জানান, এ মামলার তদন্তকালে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সাগরের নাম প্রকাশ পায়। সাগর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে এবং বর্তমানে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা। এর আগে তিনি একটি চুরি মামলায় আটক হন। বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি তাকে রিপা হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে তার রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আদালত আবেদনের প্রেক্ষিতে তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।