লোহাগড়ায় সংঘর্ষে নিহত ৩

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান ওরফে হাবিল মোলা, মোক্তার মোলা এবং রফিক মোলা। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোলা এবং সুলতান মাহমুদ বিপবের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে উভয় পক্ষ গতকাল বুধবার দুপুর ৩ টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ মোলা পক্ষের ৩ জন নিহত হন। নিহতরা হলেন ওই গ্রামের হাবিল মোলা (৫২), মোক্তার মোলা (৫৮) ও রফিক মোলা (৫০)। সংঘর্ষে মারাত্মক জখম হবার পর চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেবার পথে প্রথম দুই জনের মৃত্যু হয়। মারাত্মক আহত রফিক মোলাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে বিকেলে তিনি মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা লোহাগড়া, নড়াইল সদর ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সকালে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ওই গ্রামের বাসিন্দা ঢাকা পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওসমান (৩৮) কে কুপিয়ে মারাত্মক জখম করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ৩ জন নিহত হবার খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মামলার প্রস্তুতি চলছে।