অভয়নগরে বসতি এলাকায় কয়লা ও বালির রাখার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ির পাশে জোরপূর্বক কয়লা ও বালির ড্যাম্প তৈরির অভিযোগ উঠেছে। সোমবার বিকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহাকাল গ্রামের বাসিন্দা শ্যামল ঘোষ ও তার অপর তিন ভাইয়ের দীর্ঘদিন ধরে বসতভিটাসহ পাশের জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। যশোরের প্রথম শ্রেণির জজ আদালত গত ১৪ নভেম্বর ২০১৯ তারিখে ওই সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে চলেছেন বালিয়াডাঙ্গা গ্রামের মৃত এবাদ মোল্যার ছেলে আব্দুল করিম মোল্যা, মহাকাল গ্রামের মৃত কিরণ চন্দ্র ঘোষের ছেলে সুকুমার ঘোষ ও মৃত অজিত রুদ্রের ছেলে রবীন্দ্রনাথ রুদ্র। তারা ওই জমি ভাড়া দিয়েছেন এলাকার প্রভাবশালী বালিয়াডাঙ্গা গ্রামের দিরাজতুল্যা মোল্যার ছেলে মারুফ মোল্যা ও লেন্টু মোল্যার কাছে। ওই জায়গা ভাড়া নেয়ার পর প্রভাবশালী দুই ভাই মারুফ মোল্যা ও লেন্টু মোল্যা সেখানে কয়লা ও বালি ফেলার কার্যক্রম শুরু করেছেন। তাছাড়া মামুন মোল্যা, সুকুমার ঘোষ, রবীন্দ্র রুদ্রসহ আরও কয়েকজন তাদের বসতভিটার জমিতে ক্যানেল তৈরি করেছেন। ফলে ওই বসতভিটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ক্যানেল তৈরি করার সময় বাড়িতে থাকা মহিলারা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়েছে। অসহায় ভুক্তভোগী শ্যামল ঘোষ, বিমল ঘোষ, সনোৎ ঘোষ ও জগদীশ চন্দ্র ঘোষ চার ভাই সুষ্ঠু বিচার পাবার আশায় প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি সম্পর্কে থানার এস আই আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।