ঝিনাইদহে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলায় ১জন, হরিনাকুন্ডু উপজেলায় ২জন, শৈলকুপা উপজেলায় ১জন ও কোটচাঁদপুরে ১জন। বুধবার (১০ জুন) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে ৪২ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৫জন করোনা পজেটিভ এসেছে। সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ জন।