ঝিকরগাছার রফিকুলকে লিবিয়ায় পাচার ও হত্যা মামলায় আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ঝিকরগাছা উপজেলার খাটবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামকে লিবিয়ায় পাচার ও হত্যা মামলায় দু’জনকে আটক করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দিতে তারা রফিকুল ইসলামকে লিবিয়ায় পাঠাননি বলে জানিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক দুজন হচ্ছেন-ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে মতিয়ার রহমান ও মৃত মোহাম্মদ আলীর ছেলে আজিজুর রহমান ভুট্টো। জবানবন্দিতে মতিয়ার রহমান জানিয়েছেন, তিনি দীর্ঘ সাড়ে ৪ বছর মালয়েশিয়ায় ছিলেন। মালয়েশিয়ায় থাকা অবস্থায় একটি বিশ্ববিদ্যালয়ের কার্ক ময়মনসিংহের এক ব্যক্তির সাথে পরিচয় হয়। পরে ওই ব্যক্তির পাঠানো স্টুডেন্ট ভিসায় ঢাকার ফকিরাপুলের একটি এজেন্সির মাধ্যমের আত্মীয়স্বজনসহ ৪০/৪২ জনকে মালয়েশিয়ায় পাঠিয়েছেন।
অপরদিকে আজিজুর রহমান জানিয়েছেন, ২০১৩ সালে তার এক ভাতিজা মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। ওই ভাতিজার পাঠানো কাগজপত্রে তিনি ২০ জনকে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। তিনি প্রত্যেকের কাছ থেকে সেই সময় ১ লাখ ৮০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বলে জবানবন্দিতে জানিয়েছেন। তবে লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে নিহত রফিকুল ইসলামকে তারা ওই দেশে পাঠাননি। এমনকী তারা মালয়েশিয়া ছাড়া অন্য কোন দেশে লোক পাঠাননি বলে জবানবন্দিতে জানিয়েছেন। উল্লেখ্য, রফিকুলকে লিবিয়ায় পাচার ও হত্যার ঘটনায় গত ৬ জুন ঝিকরগাছা থানায় মামলা করেন তার পিতা ইসরাইল হোসেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। সিআইডি পুলিশ এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মতিয়ার রহমান ও আজিজুর রহমানকে আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করে। এ সময় তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।