বাস ডাকাতি চৌগাছায়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় জে-লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত রাতে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজ সংলগ্ন সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সড়কের ওপর বিদ্যুতের খুঁটি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে।
জে-লাইন বাসের (ঢাকা মেট্্েরা-ব-১৫-১৪০৩) চালক বিপ্লব হোসেন জানান, রাত দু’টোর দিকে জিসিবি আদর্শ কলেজের কাছে পৌঁছালে দেখতে পান সড়কে বেশ কয়েকটি ট্রাক ও আলমসাধু দাঁড়িয়ে আছে। তার বাসটি দাঁড়ানো মাত্রই একদল ডাকাত উঠে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। বাসের যাত্রী চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামের আজিজুর রহমান জানান, ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকাসহ মোবাইল ফোন কেড়ে নিয়েছে। অন্য যাত্রীদেরও ভয়ভীতি দেখিয়ে টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতরা।
চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, অপকর্ম করে কেউ রক্ষা পাবে না। যারা ডাকাতির ঘটনা ঘটিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। খুব দ্রুত অপরাধীরা আটক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।