ঝিনাইদহে ঘর মালিকের স্ত্রীর সহায়তায় ভাড়াটিয়াকে ধর্ষণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ ঘর মালিকের স্ত্রীর সহায়তায় একই বাড়ির ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার পবহাটী গ্রামে। ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বাচ্চু মন্ডল নামে ওই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক বাচ্চু মন্ডল পবহাটী গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে। এ ঘটনায় ধর্ষিতা ঝিনাইদহ সদর থানায় সোমবার মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতার ব্যবসায়ী স্বামী ঝিনাইদহ পৌর এলাকার পবহাটী গ্রামে ভাড়া থাকেন। ঘটনার রাতে কাজের সুবাদে তিনি বাড়ি ছিলেন না। এই সুযোগে ধর্ষক বাচ্চু মিয়া বাড়িওয়ালার স্ত্রী রেশমা খাতুনের সহায়তায় ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা জানিয়েছেন, স্বামী বাড়ি না থাকার কারণে ওই দিন বাসার আরেক ভাড়াটিয়া আলমগীর হোসেনের স্ত্রী আখিরণ নেছাকে কাছে নিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১২ টার দিকে বাড়িওয়ালার স্ত্রী রেশমা তার দরজায় নক ডাকতে থাকেন। দরজা খোলার সাথে সাথে ধর্ষক বাচ্চু ঘরের মধ্যে ঢুকে কাছে ঘুমিয়ে থাকা আখিরণকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে ধর্ষণ করে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ধর্ষককে গ্রেফতার করেছি। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক বাচ্চু ও বাড়িওয়ালার স্ত্রী রেশমা খাতুনের নামে মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।