সাতক্ষীরায় আরো দুই জনের করোনা শনাক্ত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় নতুন করে আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানায় সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৫৫ জন করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত দুইজন হলেন, ঢাকা থেকে করোনা পজেটিভ রিপোর্ট নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আত্মগোপনে থাকা বাহার আলী সরদারের ছেলে ব্যাংক কর্মকর্তা মহিবুল ইসলাম (৩৮) ও আশাশুনি উপজেলা শে^াতকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাম্মেল (৩৪)। আক্রান্ত দুই ব্যক্তির বাড়িসহ তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।