ডা. জাফরুল্লাহর জন্য অনলাইন মেডিকেল টিম গঠন

0

লোকসমাজ ডেস্ক॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। দেশ-বিদেশ থেকে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এতে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। অনলাইন মেডিকেল টিম গঠনের কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ। তিনি আর বলেন, ‘স্যারের অবস্থা স্থিতিশীল রয়েছে। সকালে নিজেই নাস্তা করেছেন। শ্বাসকষ্ট পুরোপুরি না কমায় অক্সিজেন সাপোর্ট লাগছে।’
এদিকে মঙ্গলবার গণস্বাস্থ্যের চিকিৎসকরা অনলাইনে বসেছিলেন। তবে তারা কী পরামর্শ পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি। আগে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেে ডা. জাফরুল্লাহর প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।