বাগদাদ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

0

লোকসমাজ ডেস্ক॥ ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছেই একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। খবরে বলা হয়েছে, এটি সোমবার দিনশেষে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে ছোড়া হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক একটি ঘাঁটি রয়েছে। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, এর নেপথ্যে কে বা কারা তা উদঘাটনের জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। এতে আরো বলা হয়, ওই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরের কাছে। ৬ই মের পরে এটাই প্রথম বিমানবন্দরের কাছে হামলা। ৬ই মে প্রথম সামরিক সেক্টরের কাছে তিনটি রকেট হামলা হয়।