ইংল্যান্ডে নেমেই কোয়ারেন্টিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

0

লোকসমাজ ডেস্ক॥ ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মঙ্গলবার সকালে ব্রিটেনের ম্যানচেস্টারে পৌঁচেছে। আগামী মাসে এই সিরিজ শুরুর কথা। করোনাভাইরাস মহামারী শুরুর পর এই প্রথম বিদেশী কোনো খেলোয়াড় দল ব্রিটেনে এলো। আসার আগে দলের প্রতিটি সদস্যের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। কেউই পজিটিভ বলে শনাক্ত হননি। তবে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলটি আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার দেশটিতে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড় ও দলটির কোচিং স্টাফরা। সাত সপ্তাহের এই সফরে চার্টার্ড বিমানে করে মোট ৩৯ জন সদস্য এসেছেন। যার মধ্যে ২৫ জন ক্রিকেটার।
ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে ওয়েস্ট ইন্ডিজে সকল সদস্যের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। যেখানে সবার ফলাফলই নেগেটিভ এসেছে। তবে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে সবাইকে আবার করোনাভাইরাস টেস্টের মুখোমুখি হতে হবে। এছাড়াও এখানে ২১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সফর করতে আসা সবাইকে। এজন্য বায়ো-সিকিউর পরিবেশও তৈরি করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সিরিজের সবগুলো ম্যাচ দুটো মাঠে হবে, যেগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। ম্যাচগুলো হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শক বিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দু’দলের প্রথম টেস্ট হওয়ার কথা ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই ও ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে রাখা হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেয়া হবে। এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বায়ো-সিকিউর পরিবেশ নিয়ে এক বিবৃতিতে বলে, ‘বায়ো-সিকিউর এই পরিবেশে সবার চলাচল সীমাবদ্ধ থাকবে। শুধু গ্রুপ করে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাঠে চলাচল করবে অনুশীলনের জন্য। আমরা দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার রেখেছি যাতে কেউ চোটাগ্রস্ত হলে বিকল্প ভাবনা ভাবতে পারি।’ ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ারেন্টাইন শেষে উইন্ডিজ ক্রিকেটাররা সাউদাম্পটনে যাবে। যেখানে শুরু হবে প্রথম টেস্ট। করোনা সঙ্কট কাটিয়ে এটি হবে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। এরপরে আবার ওল্ড ট্র্যাফোর্ডে ফিরবে দুই দল।