বার্সার পর রিয়ালে চোটের হানা

0

লোকসমাজ ডেস্ক॥ দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর স্প্যানিশ লা লিগা শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন। আর সে লক্ষ্যে লা লিগার প্রতিটি ক্লাব পুরোদমে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। গত সপ্তাহের সোমবার থেকে অনুশীলন শুরু করেছিল বার্সেলোনা। তবে গত সপ্তাহেই দলের প্রাণভোমরা লিওনেল মেসি ইনজুরিতে পড়েন। একইভাবে ছোটখাটো ইনজুরিতে ভোগেন দলের অন্যরা। সমসাময়িক সময়ে অনুশীলন শুরু করে আরেক লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তবে গত সপ্তাহে বার্সেলোনার মতো ইনজুরির কোনো আভাস মেলেনি রিয়াল শিবিরে। তবে লা লিগা পুনরায় শুরুর আগে বড় ধাক্কাই খেল রিয়াল মাদ্রিদ। দৃশ্যপট বদলায় নাচো ফার্নান্দেজের ইনজুরির খবর দিয়ে। চোটে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দলটির এই ৩০ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।
সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রিয়াল। যেখানে তারা জানিয়েছে, পরীক্ষায় ডান ঊরুতে চোট ধরা পড়েছে নাচোর। রিয়ালের পক্ষ থেকে জানানো হয়নি কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে নাচোকে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নাচোকে। স্প্যানিশ লা লিগা শুরুর পর ১৩ জুন রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এরপরের দিন এইবারের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপার লড়াই শুরু করবে রিয়াল মাদ্রিদ। লিগে বার্সেলোনা ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। আর ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।