পাইকগাছায় জিডি করার অপরাধে প্রতিপক্ষকে খুন-জখমের হুমকি

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥খুলনার পাইকগাছায় প্রতিপক্ষরা গীতা রাণী মন্ডলকে জিডি করার অপরাধে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ প্রকাশ, গীতা রাণী মন্ডলদের সাথে নিখিল চন্দ্র ঢালীদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণে নিখিল চন্দ্ররা ২১ এপ্রিল দলবদ্ধ হয়ে গীতার কাঁকড়া হ্যাচারীতে হামলা চালিয়ে ৪৫ হাজার টাকার কাঁকড়া ও কাঁকড়া ধরার আটন ভাংচুর। যার মূল্য ১ হাজার ৮শ টাকা। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে অভিযোগ হলে বার বার নোটিশ প্রদান স্বত্ত্বেও নিখিল চন্দ্ররা হাজির হয়নি বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হকের প্রতিবেদনে দেখা যায়। এ ঘটনার জের ধরে গীতা রাণী মন্ডলকে প্রতিপক্ষরা তার গাছপালা কাটাসহ খুন জখমের হুমকি দিলে পাইকগাছা থানায় একটি জিডি হয়েছে। যা নন-জিআর মামলার জন্য আদালতে আবেদন করা হয়েছে বলে এএসআই নাসিরউদ্দীন জানান। উক্ত জিডি তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নিখিল চন্দ্র ঢালী জানান, এ ধরণের কোন ঘটনাই ঘটেনি।