মনিরামপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুর পৌর শহরের মহাদেবপুরে অসীম ঘোষাল নামে এক স্কুলশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রবিবার গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। তারা গ্রিল ভেঙে ঘরে ঢুকে দুই শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা লোহাল রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে লিমন নামে এক যুবককে। তাকে উদ্ধারের পর ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম।
শিক অসীম ঘোষাল জানান, ডাকাতরা গ্রিল ভেঙে ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রী শ্যামলী ঘোষালকে মারপিট করে। একপর্যায়ে তার শিশু ছেলে সাধু ঘোষাল এবং শ্যালকের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি, শোকেস থেকে টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে। পরবর্তীতে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা দূর সম্পর্কের ভাইপো লিমন দরজা খুলে বের হলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিটে গুরুতর জখম করে। ডাকাতরা চলে গেলে প্রতিবেশীরা লিমনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। উল্লেখ্য, মহাদেবপুরে গত ১০ দিনের ব্যবধানে মোটরচালিত ৬/৭ টি ভ্যান চুরি হয়।