অভয়নগরে স্বাস্থ্য কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ২৭ জন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে দিনদিন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। চরম ভীতি ও করোনা আতঙ্ক বিরাজ করছে জনগণের মাঝে। গত ২৪ ঘণ্টায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম মাহমুদুর রহমান রিজভিসহ ৭ জনের শরীরে করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। সোমবার দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নওয়াপাড়ার একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর। সূত্র জানায়, ঈদের আগে লকডাউন চলাকালে করোনায় আক্রান্ত হন ৬ জন। ঈদের পর লকডাউন শিথিলের পর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। সব মিলিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। আক্রান্তের মধ্যে ৫ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন, ৭ জন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন, করোনা পজিটিভ নিয়ে নওয়াপাড়ার একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আর বাকি ১৪ জন বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় জনগণের মাঝে চরম ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরে কর্মরত চিকিৎসক ডা. তাফরিয়া রহমান হিয়া বলেন, ‘মানুষ সরকারি স্বাস্থ্যবিধি না মানায় দিনদিন বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আগামীতে কী হবে তা বলতে পারছি না’।