চুয়াডাঙ্গায় সড়কে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিকদের সাথে পুলিশ সুপারের বৈঠক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ সড়কে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বৈঠক করেছেন। সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস ভবনের কনফারেন্স রুমে আয়োজিত বৈঠকে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, ট্রাক-ট্যাংকলরি, কার্ভাডভ্যান, মালিক ও শ্রমিক গ্রুপ ও ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই বিভিন্ন প্রকার পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক নেতার উদ্দেশে স্বাগত বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারি সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ পরিপূর্ণভাবে কার্যকর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়া নেয়া এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম মঈনউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ.নাসির জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল, চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু, সিরাজুল ইসলাম ও মজিবুল হক খোকন। মালিক-শ্রমিক নেতৃবৃন্দের উপস্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপার জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব হবে। তিনি আরো বলেন, রাস্তায় বা স্টপেজে গাড়ি দাঁড় করিয়ে কোনো প্রকার চাঁদা আদায় না করে নিবন্ধিত সমিতি কর্তৃক নির্ধারিত চাঁদা সমিতির অফিসের মাধ্যমে আদায়ের ব্যবস্থা করতে হবে।