চৌগাছায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার পুড়োপাড়া গ্রামের এক ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বাবু মিয়া (৩০) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। বাবু মিয়া পুড়োপাড়া গ্রামের নাসিরউদ্দিনের পুত্র। দি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের সামনে নিজ বাড়ি হতে রোববার রাতে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন। থানার এসআই হাসানুজ্জামান জানিয়েছেন, তার মাথার পেছনে আঘাতের ক্ষত চিহ্ন ছিল। এ ক্ষতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করাহচ্ছে।
এদিকে, মৃত বাবু মিয়ার শ্বশুর ভাটপাড়া গ্রামের নুর ইসলাম জানিয়েছেন, গত শনিবার বিকেলে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বাবু মিয়া কুষ্টিয়ার পোড়াদাহের তার মহাজনের কাছে কাপড় কিনতে যান। মহাজন বাবু মিয়ার কাছে টাকা পেতেন। পাওনা টাকা হিসেবে নিয়ে মহাজন তাকে কাপড় না দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপর ট্রেনযোগে বাড়িতে আসার পথে বাবু মিয়া নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন এবং মোবাইল ফোনে আহত হওয়ার বিষয়টি বাবুর পরিবারকে জানান। সংবাদ পেয়ে শ্বশুর নুর ইসলামসহ স্বজনরা কোটচাঁদপুর হাসপাতাল থেকে বাবু মিয়াকে উদ্ধার করে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ আধুনিক হসপিটালে ভতির্ করেন। সেখানে চিকিতৎসাধীন অবস্থায় রোবিবার বিকেলে বাবু মিয়া মৃত্যু হয়। এরপর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নুর ইসলাম জানিয়েছেন, আসলে পোড়াদহে মহাজনের কাছে বাবু মিয়া পৌঁছেছে কি-না তা তারা জানেন না। লোকমুখে যা শুনেছেন তাই বলছেন। প্রকৃত ঘটনা কি তারা জানেন না। পুলিশ লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত করিয়েছে। তদন্তে গতকাল লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।