খুলনা ল্যাবে একদিনে ৩০ নমুনা পজেটিভ

0

খুলনা ব্যুরো॥ খুলনা মেডিকেল কলেজ ল্যাবে রোববার ৩০টি নমুনার ফল পজেটিভ এসেছে। এর মধ্যে মহানগরসহ খুলনা জেলারই রয়েছে ২৮টি। মেডিকেল কলেজের উপাধ্য মেহেদী নেওয়াজ জানান, এদিন এই ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৭০টি। পরীতি নমুনাগুলোর মধ্যে ৩০টি পজেটিভ রেজাল্ট দেয়। এর মধ্যে ২৮টি খুলনা জেলার। বাদবাকি দুটি ঝিনাইদহ ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার। খুলনার পজেটিভ হওয়া ২৮টি নমুনার মধ্যে ২২টি ছিল নতুন, আর ফলোআপ ছিল ছয়টি। পজেটিভ আসা খুলনার নমুনাগুলোর মধ্যে দিঘলিয়ার একটি, বটিয়াঘাটার দুটি, খুলনা সিটির ১৬টি, ফুলতলার চারটি, রূপসার চারটি এবং তেরখাদার একটি।