খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

0

খুলনা ব্যুরো॥ খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর সাড়ে ৫টার মধ্যে তারা মারা যান।খুমেক হাসপাতালের আরএমও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার দেলোয়ার হোসেনকে (৬৫) সর্দি-জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে রোববার সকাল পৌঁনে ১০টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান। রোববার রাত ১১টার দিকে নগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিমকে (১২) জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়। রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
সাতীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুশান্ত মন্ডলের ছেলে রিপন (২২) দুই দিনের জ্বর, কাশি নিয়ে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। রোববার রাত ১২টায় তার মৃত্যু হয়। এছাড়া, যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলম (৩০) লিভারের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে রোববার বিকেল ৩টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই নারী মারা যান।