খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই : কাদের

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। সোমবার (০৮ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। তবুও আসন্ন সংকট ও পরিস্থিতি মোকাবিলায় আবাদি জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চাষাবাদ না করে ফেলে না রাখার আহ্বান জানাচ্ছি।’ ‘প্রতি ইঞ্চি ভূমিকে চাষাবাদের আওতায় আনুন। বাড়িঘরের পাশের জায়গায় সবজি চাষ করুন। ঘরের ফসল বিপদে মনোবল বাড়াবে। শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে সুরক্ষাও সচেতনার দুর্গ গড়ে তুলতে হবে,’ বলেন কাদের।