কনোড়ের নিলামে এক বছরের সর্বোচ্চে চায়ের দাম

0

লোকসমাজ ডেস্ক॥ চাঙ্গা ভাব ফিরেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় চা বিপণন কেন্দ্র কনোড়ের নিলামে। কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন (সিটিটিএ) আয়োজিত সর্বশেষ নিলামে বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় পণ্যটির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মৌসুমের ২৩তম নিলামে সরবরাহ করা মোট চায়ের ৯১ দশমিক ২২ শতাংশ বিক্রি হয়েছে। এছাড়া সর্বশেষ নিলামে পণ্যটির দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। খবর বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।
সিটিটিএর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে কনোড়ে অনুষ্ঠিত নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৭০ রুপি। মৌসুমের ২২তম নিলামে প্রতি কেজি চা গড়ে ৯৫ দশমিক ৫৫ রুপিতে বিক্রি হয়েছিল। সেই হিসাবে এক নিলামের ব্যবধানে কনোড়ে পানীয় পণ্যটির গড় দাম বেড়েছে কেজিতে ৪ দশমিক ১৫ রুপি।
এক বছরের মধ্যে কনোড়ের নিলামগুলোয় চায়ের এটাই সর্বোচ্চ গড় দাম। এর আগে ২০১৯ সালের ২৬ এপ্রিল প্রতি কেজি চায়ের গড় মূল্য উঠেছিল ১০০ দশমিক ৭৭ রুপি। মূলত মাঝারি ও সাধারণ মানের চায়ের মূল্যবৃদ্ধির ফলে অঞ্চলটির সর্বশেষ নিলামে চায়েল গড় মূল্য বেড়েছে। তবে এ সময়ে উচ্চমানের চায়ের দাম অপরিবর্তিত ছিল।