চোট শঙ্কা কাটিয়ে দলীয় অনুশীলনে মেসি

0

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর চলতি সপ্তাহেই শুরু হচ্ছে যাচ্ছে লা লিগা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে বার্সেলোনা মাঠে নামবে অবশ্য শনিবার। কিন্তু মাঠে নামার আগেই কাতালান ক্যাম্পে ধাক্কা হয়ে আসে লিওনেল মেসির চোট। ফেরার ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কা জন্মেছিল তাতে। তবে সব শঙ্কা দূর দিগন্তে মিলিয়ে গেছে মেসির দলীয় অনুশীলনে ফেরার দৃশ্যে। সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন মেসি। কিকে সেতিয়েনের অধীনে চলা অনুশীলন সেশনে লুইস সুয়ারেজ ও অন্য সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে পাওয়া গেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলীয় অনুশীলনে ফেরা মানে হলো, শনিবার মায়োর্কার বিপক্ষে তাকে পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হওয়া।
গত সপ্তাহে অনুশীলনের পর পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করেন মেসি। তাৎক্ষণিক স্ক্যানও করা হয় তার পায়ে। গুরুতর কিছু না হলেও অন্তত ১০ দিন মাঠের বাইরে কাটানোর শঙ্কা জন্মেছিল। তাতে করোনাভাইরাস পরবর্তী প্রথম ম্যাচ তার মিস করার সম্ভাবনা জাগে। শনিবারও যখন তাকে একক অনুশীলন করতে দেখা গিয়েছিল, তখন সেই সম্ভাবনা আরও জমাট বাঁধে। তবে আজ তার দলীয় অনুশীলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে বার্সেলোনা ক্যাম্পে। রবিবার অবশ্য মেসির চোট নিয়ে অভয় দিয়েছিলেন কোচ সেতিয়েন, ‘এটা শুধু মেসির ক্ষেত্রে নয়, আরও অনেক খেলোয়াড়ই অনুশীলন করছে না ছোটখাটো সমস্যার কারণে। অনেকেরই এই ধরনের সমস্যা হয়। লিওর ক্র্যাম্প হয়েছে, তবে সেটা গুরুতর কিছু নয়। আমার মনে হয় সে খুব ভালো আছে এবং কোনও সমস্যা নেই।’ ২০১৯-২০ মৌসুমেও মেসি তার ঝলক দেখিয়ে চলেছেন। করোনার কারণে লা লিগা বন্ধ হওয়ার আগে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ২২ ম্যাচে করেছেন ১৯ গোল, সঙ্গে আছে ১২ অ্যাসিস্ট।