যশোরে আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম মোল্যার বিরুদ্ধে আব্দুল কাদের আল আমিনী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার ওই ব্যক্তি কোতয়ালি থানায় জিডি করেছেন। অপরদিকে আব্দুল কাদের আল আমিনীকে হত্যার হুমকির প্রতিবাদে রোববার দুপুরে রামনগর মোল্যাপাড়ায় মানববন্ধন পালন করেছেন স্থানীয় লোকজন। রামনগর মোল্যাপাড়ার খোদাবক্স মোড়লের ছেলে আব্দুল কাদের আল আমিনীর অভিযোগ, তার শ্বশুর আব্দুল ওহাবের কাছে ৩ লাখ টাকা পেতেন চাচা ইউসুফ মোল্যা। কিন্তু শ্বশুর মারা যাওয়ায় তিনি ওই টাকা পরিশোধের অঙ্গীকার করেন। এরই মধ্যে তিনি চাচা ইউসুফ মোল্যাকে ২ লাখ টাকা পরিশোধ করেছেন। তবে করোনাভাইরাসের কারণে তিনি বাকি ১ লাখ টাকা পরিশোধ করতে পারছেন না। ফলে চাচা ইউসুফ মোল্যা এ বিষয়টি কাজীপুর গ্রামের মোনসেফ মোল্যার ছেলে মোসলেম মোল্যাকে জানান। এরপর গত শনিবার বেলা ১১ টার পর মোসলেম মোল্যা তাকে (আব্দুল কাদের আল আমিনী) মোবাইল ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি ওইদিন কোতয়ালি থানায় একটি জিডি করেন। স্থানীয়রা জানান, মোসলেম মোল্যা রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি হত্যার হুমকি দেওয়ায় প্রতিবাদে রোববার দুপুরে রামনগর মোল্যাপাড়ার মানুষ মানববন্ধন পালন করেন। মানববন্ধন থেকে মোসলেম মোল্যার বিচার দাবি করা হয়।