যশোরে ব্যবসায়ীর আত্মহত্যা ঘটনায় মামলা, আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ভায়না দোরাস্তার মোড় এলাকার ব্যবসায়ী ইমাদুল হককে আত্মহত্যার ঘটনায় গত শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ব্যবসায়ীর স্ত্রী ফেরদৌসী বেগম তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দুজনকে আসামি করে এ মামলাটি করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি বাবু সুরকে আটক করে রোববার আদালতে সোপর্দ করেছে। বাবু সুর বেজপাড়ার মৃত হাজারী লাল সুরের ছেলে। পলাতক অপর আসামি প্রদীপ কুমার সুর ওরফে মনি সুর আটক বাবু সুরের ভাই। ফেরদৌসী বেগমের অভিযোগ, তার স্বামী ইমামুল হক (৫৫) ছোলা মশুরের ব্যবসা করতেন। ভায়না দোরাস্তার মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আসামিদ্বয় তার স্বামীর কাছ থেকে বাকিতে মালামাল কিনতেন। এক পর্যায়ে তাদের কাছে ৩৬ লাখ টাকা পাওনা হয়। কিন্তু তারা টাকা পরিশোধ না করে তালবাহনা করতে থাকেন। অপরদিকে তার স্বামীর কাছে অন্য পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন। এতে তার স্বামী মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তিনি কারোর সাথে ঠিকমতো কথা বলতেন না। শুধু বলতেন ‘আমার আত্মহত্যা ছাড়া কোন উপায় নেই।’ এক পর্যায়ে তিনি গত ৫ মে তার দোকানঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। লাশ উদ্ধারের পর একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য দায়ী মনি সুর ও বাবু সুর। তাদের কাছে ৩৬ লাখ টাকা পাবো।’