এখনো কোনা ‘সাড়া নেই’ মোহাম্মদ নাসিমের

0

লোকসমাজ ডেস্ক॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়–য়া। রোববার বিকেলে তিনি বলেন, এখনো কোনা সাড়া নেই নাসিমের। তিনি আরো বলেন, তার অবস্থা অপরিবর্তীত, কালকের (শনিবার) মতোই আছেন মোহাম্মদ নাসিম। যতণ পর্যন্ত ওনার হার্ট বন্ধ না হয়েছে বা অন্য কিছু না হয়েছে ততণ পর্যন্ত তার চিকিৎসা চলবে। মোহাম্মদ নাসিমের সিটিস্ক্যান করা হয়েছে কি না এমন প্রশ্নে কনক কান্তি বলেন, তিনি কোমায় আছেন। সিটিস্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে। এ চিকিৎসক জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস গতকাল (শনিবার) যে রকম ছিল এখনও সে রকম আছেন। এখনও ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনও সে রকমটাই আছেন। নাসিম সংকটাপন্ন অবস্থায় আছেন জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং এ মুহূর্তে গভীর কোমায় আছেন।
সোমবার শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। পরে শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয়। পরে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। পরের বছর মার্চে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক সঙ্গে দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ১৯৯৯ সালের ১০ মার্চ পর্যন্ত। পরে মন্ত্রিসভায় রদবদলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ মতায় ফিরলেও সেবার মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। তবে ২০১৪ সালে পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্বও পালন করে আসছেন নাসিম।