রামপাল সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল সদর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। চলতি অর্থবছরে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা। রোববার রামপাল সদর ইউনিয়নের অডিটোরিয়ামের ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব তপন কুমার ব্যাপারী, ইউপি সদস্য সরদার সিরাজুল হক নান্নু, নুর ইসলাম মিয়া, মোল্যা নজরুল ইসলাম ডাবলু, মো. কবির উদ্দিন, মিকাইল হোসেন, নীতিষ চন্দ্র রায়, সালিমা আক্তার উর্মি, জোসনা বেগম প্রমুখ। করোনা পরিস্থিতির কারণে বাজেটে তেমন রদবদল করা হয়নি বলে জানান চেয়ারম্যান জামিল হাসান জামু।