কেশবপুর পৌর মেয়রের নামে ফেসবুকে সম্মান হানিকর পোস্ট ॥ থানায় জিডি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক আইডিতে সম্মান হানিকর পোস্ট করা হয়েছে। এ ঘটনায় পৌর মেয়র রফিকুল ইসলাম কেশবপুর থানায় একটি জিডি করেছেন। কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, গত ২ জুন রাত ২ টা ২৭ মিনিটে রোসি বি (জড়ংযর ইও) নামক একটি ফেসবুক আইডিতে পৌর মেয়র রফিকুল ইসলামের ছবি এডিট করে সম্মান হানিকর একটি পোস্ট করা হয়। যা পরবর্তীতে পৌর মেয়র রফিকুল ইসলামের দৃষ্টিগোচর হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় একটি জিডি করেছেন। পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে সম্মান হানিকর পোস্ট করায় আওয়ামী লীগ, যুবলীগ, পৌর কাউন্সিলর-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।