‘পরিবারের জন্য হলেও যুবাদের খেলা উচিত নয়’

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার সবচেয়ে ভয়াবহতার শিকার হয়েছে আমেরিকা। তবে অবস্থা এখন আগের চেয়েও অনেকটা শিথিল। আমেরিকার সর্ব উত্তরের প্রদেশ মেইন। সেখানে পহেলা জুন থেকে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয়েছে জনগণের জন্য। জনসমাগম বাড়িয়ে ১০ জন থেকে করা হয়েছে ৫০ জনে। আর তাই সেই প্রদেশের বয়সভিত্তিক যে খেলাধুলার ক্লাবগুলো রয়েছে, সেগুলো খুলে যাচ্ছে। শিশু, কিশোর, যুবারা নতুন উদ্যোমে আবার খেলাধুলার মাঠে পদচারণা রাখতে শুরু করেছে। ক্লাবগুলোও বিভিন স্বাস্থ্যবিধি এবং খেলার ধরণে আনছে পরিবর্তন। তবে যুবক বয়সীদের এই খেলাধুলা তাদের পরিবারের জন্য বিপদ ডেকে আনবে বলে মনে করেন সেখানকার ন্যাশনাল ফেডারেশনের স্পোর্টস মেডিসিন অ্যাডভাইজরি দলের প্রধান ডা. উইলিয়ান হেইঞ্জ। মধ্য মার্চ থেকে খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে ছিল প্রদেশটিতে। পেশাদার খেলা তো দূরে থাক হাই স্কুল, কলেজ কিংবা দাতব্য বাইক রাইডসও বাতিল হয়ে ছিল। আর সবকিছু হয়েছে করোনাভাইরাসের কারণে। তবে দৃশ্যপট বদলাতে শুরু করে গত সপ্তাহ থেকে। যা প্রদেশটির প্রায় পরিবারের জন্য একটা শান্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে যারা তাদের সন্তানকে খেলাধুলায় দিয়েছে তাদের জন্য। কারণ, সন্তানরা এখন আবার নিজেদের খেলাধুলায় ফেরাতে পারবে। আবার চালু করা ক্লাবগুলোও খেলাধুলা আয়োজনের ক্ষেত্রে নতুন ভাবনা ভাবছে। এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে কিভাবে খেলা যায় সে দিকে নজর দিচ্ছে তারা। তবে বিষয়টি যারা খেলবে সে যুবা ও তাদের পরিবারের জন্য বিপজ্জনক হবে বলে জানিয়ে ডা. উইলিয়ান বলেন, ‘আমি বুঝতে পারছি বাচ্চারা খেলতে চাইছে। তবে তাদের খেলার সুযোগ করে দিয়ে বিপদ ডেকে আনা হচ্ছে। তারা বুঝতে পারছে না যে, তাঁরাও ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। যা পরে তার পরিবারে বাবা-মা কিংবা বয়স্কদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে।’