বাংলাদেশ সিরিজ নিয়ে শ্রীলঙ্কার ভাবনা ও ভিন্ন পরিকল্পনা

0

লোকসমাজ ডেস্ক॥ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা করোনা মহামারিকে দারুণভাবে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটিতে এই মুহূর্তে লকডাউনও উঠিয়ে নিয়েছে শ্রীলঙ্কা সরকার। খেলাধুলার জন্য দেওয়া হয়েছে সবুজ সংকেত। এজন্য জুন-আগস্টে (২৪ জুন-১১ জুলাই) ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং জুলাই আগস্টে(২৩ জুলাই-১২ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তবে ইতিমধ্যে এসএলসি নিশ্চিত করেছে ভারতের বিপক্ষে সিরিজটি আর হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে সিরিজটির ভাগ্য এখনও ঝুলে আছে। যদি বাংলাদেশের বিপক্ষে এই মুহূর্তে সিরিজ আয়োজন সম্ভব না হয়, তবে এসএলসি পরিকল্পনা করছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) চালু করার। বাংলাদেশ, ভারত সিরিজ নিয়ে এসএলসির সাধারণ সম্পাদক মোহান ডি সিলভা ইংরেজি সংবাদ মাধ্যম ‘দি নিউজ’ কে বলেছেন, ‘এই দুটি সিরিজ এখন প্রায় অনিশ্চিত বলা যায়। ভারতের বিপক্ষে সিরিজটি হচ্ছে না। বাংলাদেশ সিরিজের ভাগ্যও করোনা অবস্থার কারণে ঝুলে আছে। সামনের মাসের মধ্যে অবস্থার উন্নতি না হলে তারা এই বছর আর আসবে না।’ তবে বাংলাদেশ সিরিজের জন্য আরও কিছুদিন অপেক্ষা করবে এসএলসি। আর যদি না হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এসএলপিএল শুরু করবে ক্রিকেট বোর্ড। এমনটা জানিয়ে মোহান আরও যোগ করেন, ‘আমরা বাংলাদেশের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে চাই। আমাদের দেখতে হবে এই সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থার উন্নতি হয় কি না। তারা আমাদের থেকে আরও কিছু সপ্তাহ সময় চেয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। আর তা না হলে আমরা আন্তর্জাতিক সিরিজের ফাঁকা জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এসএলপিএল খেলিয়ে খেলোয়াড়দের প্রস্তুত করতে চাই।’ এসএলপিএল নিয়ে বোর্ডের এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশের সিরিজ না হলে, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমাদের পরবর্তী আন্তর্জাতিক সূচি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও বেশি কারণ অস্ট্রেলিয়া নিজেদের ক্রিকেট সূচি ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে। আর তাই বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে আমরা এই সময়ে এসএলপিএল আয়োজনের পরিকল্পনা করছি।’ ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে বাইরের খেলোয়াড় পাওয়ার বিষয়েও আশাবাদী বোর্ডের এই কর্মকর্তা। তাঁর ভাষ্যে, ‘যেহেতু এখন আন্তর্জাতিক খেলা তেমন হচ্ছে না। ফলে যারা এসএলপিএল খেলতে আগ্রহী তাঁরা এখানে খেলতে আসতে পারবে। এতে আমাদের খেলোয়াড়রাও আরও ভালো করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবে।’ এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে বিকল্প ভাবনাও ভাবতে শুরু করেছে। বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ বিষয়ে বলেন, ‘আমরা বিকল্প সময়ে সিরিজগুলো আয়োজনের বিষয়ে ভাবছি। এই বছরের শেষ দিকে বা সামনের বছর হলেও সিরিজ আয়োজন করতে চাই। তবে সূচি পরিবর্তন আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা আপাতত সে সব বিষয় বিবেচনায় নিয়ে এগিয়ে যাচ্ছি।’