ওয়াশিংটন থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রত্যাহার

0

লোকসমাজ ডেস্ক॥ পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের এক দিন পর রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘আমি এইমাত্র ওয়াশিংটন ডিসি থেকে আমাদের ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরুর আদেশ দিয়েছি। এখন সব কিছু যথার্থ নিয়ন্ত্রণে আছে। তারা বাড়ি ফিরে যাবে। তবে প্রয়োজন পড়লে দ্রুত ফিরবে। গত রাতে প্রত্যাশার চেয়েও অনেক কম বিক্ষোভকারীকে দেখা গেছে!’ ২৫ মে মিনিয়াপোলিস শহরে ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মকর্তা। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে। এ ঘটনায় ১২ দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলে। এমনকি এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বাইরেও। শনিবার বিক্ষোভকারীদের সবচেয়ে বড় সমাবেশ ঘটে ওয়াশিংটন ডিসিতে। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্যকে নামানো হয় দেশটির বিভিন্ন রাজ্যে। এমনকি ট্রাম্প ১০ হাজার সেনা নামাতে চেয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে।