করপোরেট ট্যাক্সে ছাড় চান ব্যবসায়ীরা

0

লোকসমাজ ডেস্ক॥ ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে কর্মসংস্থান, অর্থ প্রবাহ ও বিনিয়োগনীতির পাশাপাশি তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে ২৫ শতাংশ করপোরেট ট্যাক্স বাস্তবায়নে মত দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাতে চ্যানেল নাইনের আয়োজনে ‘আমাদের বাজেট’ অনুষ্ঠানে ব্যবসায়ীরা এ দাবি জানান। চয়ন রহমানের উপস্থাপনায় চ্যানেল নাইনের এই বাজেট পূর্ববর্তী মেগা শো ‘আমাদের বাজেট’ অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
আলোচনায় অংশ নেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান, বিশ্ব ব্যাংকের লিড ইকোনমিস্ট, ড. জাহিদ হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বিআইডিএস এর মহাপরিচালক কে এ এস মুর্শিদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, এবং বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব। আলোচনায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. হোসেন জিল্লুর রহমান ও ড. মির্জ্জা আজিজুল ইসলাম স্বাস্থ্য খাতে অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন দরিদ্রদের সামাজিক নিরাপত্তা খাতে অর্ন্তভুক্তির আহবান জানান। ড. আতিউর রহমান ও ড. সালেহ উদ্দিন আহমেদ ব্যাংকিং খাতের ওপর সরকারের নির্ভরশীলতা কমিয়ে সৃষ্টিশীল খাতের ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন। আলোচনায় বিনিয়োগের ট্রেন ধরবার জন্য বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বহুমুখী কৃষিপণ্য রপ্তানির ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন।