জাফরুল্লাহর রোগমুক্তি কামনা মুফতি রেজাউলের

0

লোকসমাজ ডেস্ক॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে করোনার কিট আবিষ্কার করেছেন। অবশেষে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। মহান রাব্বুল আলামিন তাকে যেন দ্রুত সুস্থ করে দেন। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট অনুমোদন দেওয়ার দাবি জানিয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করার অনুমোদন দেওয়া হলেও বাংলাদেশ সরকার এখনো অনুমোদন দেয়নি। দেশের এই ক্লান্তিলগ্নে তা গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করে উত্তীর্ণ হলে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।