আম্পানে বিধ্বস্ত ময়না কিন্ডারগার্টেনর শিক্ষকদের মানবেতর জীবনযাপন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ মহামারি করোনাভাইরাসের প্রকোপে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশের মত রামপালে শিক্ষকরাও কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। এর ওপর আবার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিধ্বস্ত হয়েছে রামপাল উপজেলার গিলাতলা এলাকার ‘ময়না আদর্শ কিন্ডারগার্টেন’। সুনাম সুখ্যাতির শীর্ষে থাকা কিন্ডারগার্টেনটির ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরাও দুঃশ্চিন্তায় সময় পার করছেন। ১৫ জন শিক্ষক ও একজন কর্মচারী নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিবছর সরকারি বেসরকারি পর্যায়ের প্রাথমিক শিক্ষায় এগিয়ে ছিল। তার ওপর আবার প্রতিষ্ঠানের ওপর বৃহৎ কয়েকটি গাছ পড়ে দুমড়ে মুচড়ে লক্ষাধিক টাকা মূল্যের মালামালের ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাওলাদার রুহল আমীন জানান, আমরা ১৬ জন শিক্ষক/কর্মচারী প্রায় তিন মাস ধরে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছি। উচ্চ শিক্ষিত বেকার শিক্ষকরা পারছেন না অন্য কিছু করতে। তার ওপর আবার প্রতিষ্ঠানটি গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে। তিনি শিক্ষকদের প্রণোদনাসহ প্রতিষ্ঠানটি যাতে মেরামত করা যায় এ জন্য তিনি সরকারি-বেসরকারি সংস্থার সুদৃষ্টি কামনা করেন।