মহেশপুরে ঘূর্ণিঝড়ে দুটি স্কুল ক্ষতিগ্রস্ত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দুটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল দুটি হচ্ছে-বি আর একে এস মাধ্যমিক বিদ্যালয় এবং জি.এইচ.জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়। বি আর একে এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিনুর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে তার বিদ্যালয়ের অফিস কক্ষসহ ছাত্রছাত্রীদের বসার জায়গা ক্ষতিগ্রস্Í হয়েছে। এছাড়া অফিসের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র উড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এদিকে পৌর এলাকার জি.এইচ.জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের দুটি আধাপাকা ভবনের সব টিন উড়ে গেছে।