ঝিকরগাছায় সরকারি গাছ ও ট্রলিসহ ১০ জন আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় বাঁকড়া পুলিশ কাঠসহ ১০ জনকে আটক করেছে। আটককৃতরা উপজেলার বাঁকড়া-বাগআঁচড়া সড়কের চৌরাস্তা মোড় নামকস্থান থেকে বাবলা গাছ কেটে ট্রলি ভর্তি করছিল বলে পুলিশ জানিয়েছে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবলা গাছ কেটে ট্রলি ভর্তি করে নেয়ার সময় হরিদ্রাপোতা গ্রামের শরিফুল ইসলাম বাবুর পুত্র সাইফুজ্জামান রুনাসহ ১০ জন আটক করা হয়।