করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার প্রকোপে যখন সমগ্র বাংলাদেশ বিপর্যস্ত ঠিক তখনই দেশের উপর দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন “আম্পান”। যার প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। ঘূর্ণিঝড়ে সৃষ্ট এই পরিস্থিতির সামাল দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এরই ধারাবাহিকতায় ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতে পাশাপাশি বেড়িবাঁধ সংস্কারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়া পানিবন্দী মানুষদেরকে ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দ্রুত নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । এছাড়াও অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রী চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, শুধুমাত্র করোনা ও আম্পান মোকাবেলায় নয়, জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের ডাকে সাড়া দিয়ে মানবিক হৃদয় দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।