শিশুদের পাশে বাঁধন

0

লোকসমাজ ডেস্ক॥ মিডিয়ায় কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বছরব্যাপী কাজ করেন এ অভিনেত্রী। এবার শিশুদের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছেন তিনি। একটি সামাজিক সংগঠনের হয়ে শিশুদের পাশে দাঁড়ালেন এই পর্দাকন্যা। সম্প্রতি তিনি এদের হয়ে কাজ শুরু করেছেন বলে জানান। শিশুদের অধিকার, তাদের প্রতি নির্যাতনসহ কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে ফেসবুক লাইভ করেছেন তিনি। এ ছাড়া করোনা প্রকোপ শেষ হওয়ায় পর বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে সচেতন করার কাজটিও করার পরিকল্পনা করেছেন তিনি। এ প্রসঙ্গে বাঁধন বলেন, অভিনয় কিংবা মডেলিংয়ের মধ্যেই নিজেকে সীমিত রাখিনি।
কয়েক বছর ধরেই সামাজিক কাজে আত্মনিয়োগ করেছি। যেখানেই যেভাবে কাজ করছি, সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। যতদিন বেঁচে আছি, ঠিক ততদিনই এসব কাজে নিজেকে যুক্ত রাখবো। শিশুদের নিয়ে কাজ করার বিষয়টি অল্প কিছুদিন আগে মাথায় এসেছে। স্বল্প পরিসরে ওদের নিয়ে কাজ শুরু করেছি। এদিকে দীর্ঘ দুই বছর বিরতির পর অভিনয়ে ফিরেছেন বাঁধন। ফিরতি যাত্রায় অভিনয় করেছেন একটি ছবিতে। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। লকডাউন শেষে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।