ব্রাজিল থেকে আমদানি ২.৬% বাড়িয়েছে চীন

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরুর পর চীনের বাজারে সয়াবিনের শীর্ষ রফতানিকারক হয়ে উঠেছে ব্রাজিল। এ ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে দক্ষিণ আমেরিকার দেশটি থেকে কৃষিপণ্যটির আমদানি আরো বাড়িয়েছে চীন। চীনের সরকারি তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছেন চীনের ব্যবসায়ীরা। খবর রয়টার্স।
চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে চীনের আমদানিকারকেরা ব্রাজিল থেকে সব মিলিয়ে ৫৯ লাখ ৩৯ হাজার টন সয়াবিন আমদানি করেছেন। ২০১৯ সালের একই সময়ে ব্রাজিল থেকে দেশটি আমদানি করেছিল মোট ৫৭ লাখ ৮৬ হাজার টন সয়াবিন। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ১ লাখ ৫৩ হাজার টন বা ২ দশমিক ৬ শতাংশ।
এদিকে চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে প্রায় তিন গুণ। ভারি বৃষ্টিপাতের জেরে মার্চে ব্রাজিল থেকে সয়াবিন রফতানি বাধাগ্রস্ত হয়। এতে ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানিও উল্লেখযোগ্য হারে কমে আসে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এপ্রিলে দেশটি থেকে পণ্যটির রফতানি পুনরায় স্বাভাবিকে ফিরেছে। চীনের জেনেরাল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের আগের মাসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মার্চে ব্রাজিল থেকে দেশটি মোট ২০ লাখ ৯৯ হাজার টন সয়াবিন আমদানি করেছিল।
এদিকে ব্রাজিল থেকে বাড়লেও এপ্রিলে সামগ্রিকভাবে চীনের সয়াবিন আমদানি কমে গিয়েছে। গত মাসে আন্তর্জাতিক বাজার থেকে দেশটি সব মিলিয়ে ৬৭ লাখ ১৪ হাজার টন সয়াবিন আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কম। এ সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশটি মোট ৬ লাখ ৬৫ হাজার ৫৯১ টন সয়াবিন আমদানি করেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬২ শতাংশ কম। ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে দেশটি আমদানি করেছিল ১৭ লাখ ৫০ হাজার টন সয়াবিন। বাণিজ্যযুদ্ধ শুরুর আগে চীনের বাজারে কৃষিপণ্যটির শীর্ষ সরবরাহকরী ছিল যুক্তরাষ্ট্র।