রামপালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা বুধবার সকালে পরিদর্শন করেছেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল। তিনি এসময় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণসহ দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদানের আশ^াস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পেড়িখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে স্ব স্ব এলাকার তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হলেও অজ্ঞাত কারণে তারা ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রশাসনকে কিছু অবহিত করেননি। যে কারণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া সম্ভব হয়নি। কেন তারা এমনটি করেছেন সেটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আম্পানের তান্ডবে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়। এতে দু’শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় তিন’শ একর ঘেরের মাছ ভেসে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়। এছাড়াও মুরগীর খামার, গবাদি পশু ভেসে গিয়ে ও ক্ষেতখামারের ব্যাপক ক্ষতি হয়েছে।