মোটরসাইকেল চুরি কারবালা এলাকায়

0

স্টাফ রিপোর্টার ॥ ঈদের দিন যশোর শহরের কারবালায় কবরস্থান এলাকা থেকে খলিলুর রহমান নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা তার বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছে। শহরের ঘোপ নওয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান জানান, ঈদের দিন সকাল নয়টার দিকে তিনি সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করতে কারবালা কবরস্থানে যান। তার ব্যবহৃত বাজাজ ব্র্যান্ডের লাল রঙের ১২৫ সিসি’র মোটরসাইকেল (সাতক্ষীরা-হ-১২-৪১৭৬) কবরস্থান সংলগ্ন পুকুরপাড়ে রেখে ভেতরে যান। পরে কবর জিয়ারত শেষে ফিরে এসে দেখেন কে বা কারা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যোগাযোগ করা হলে পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই সুকুমার কুন্ডু জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় খলিলুর রহমানের দেয়া অভিযোগটি তিনি তদন্ত করছেন। তবে চুরি যাওয়া মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি।