করোনা ও আম্পান মোকাবেলায় ভাগ্য বিড়ম্বিত মানুষের পাশে সেনাবাহিনী

0

লোকসমাজ ডেস্ক॥ একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস, অন্যদিকে সুপার সাইক্লোন আম্পানের তান্ডব। অতীতের সকল দুর্যোগকে হার মানিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবাসীকে সর্বহারা করে দিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগ। এমন সংকটময় মুহূর্তে দিন-রাত নিরলস পরিশ্রম করে জনসেবামূলক কার্যক্রমে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
সুপার সাইক্লোন আম্পান এর প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বেড়িবাঁধসহ হাজার হাজার গাছপালা, গবাদী পশু এবং কোটি কোটি টাকার মৎস্য সম্পদসহ অন্যান্য আবাসস্থল। ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে খুলনার কয়রাসহ অন্যান্য স্থানে বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করা হয়েছে। এছাড়াও দুর্গত এলাকায় যাতে খাদ্য ও পানির সংকট না হয় সেজন্য নিয়মিতভাবে ত্রান সহায়তা ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনসহ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে যশোর অঞ্চলে করোনা সংক্রমন বিস্তার ঠেঁকাতে সেনাসদস্যরা নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অসহায় ও হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণসহ জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে যথাসাধ্য সহযোগিতা করে যাচ্ছে ।