করোনা আর ঈদের মধ্যে সাবেক কাবাডি খেলোয়াড় খুন

0

নড়াইল সংবাদদাতা॥ জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড়, ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে রৌপ্যজয়ী এবং ১৯৯৮ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস্য কাইয়ুম সিকদার মঙ্গলবার রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতি থানার কালিনগর এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কাইয়ুম কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি বিলাফর গ্রামের হাসু সিকদারের ছেলে।
১৯৯৫ মাদ্রাজ এসএ গেমসে জাতীয় দলে অভিষেক হয় কাইয়ুমের, খেলেছেন ১৯৯৯ এসএ গেমস ও ১৯৯৮ এশিয়ান গেমস। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমস ও ২০১০ মাস্কট বিচ গেমসে রেফারির দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে কাবাডি ফেডারেশনের সর্বশেষ নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন কাইয়ুম। তার ছোট ভাই মামুনও জাতীয় কাবাডি দলের খেলোয়াড়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাবেক এই কাবাডি খেলোয়াড়ের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।