পাইকগাছায় প্রতিপক্ষের দায়ের কোপে ২জন রক্তাক্ত জখমসহ আহত ৩

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মেহগনী গাছে টানা দিতে যাওয়ার অপরাধে প্রতিপক্ষের দায়ের কোপে ২জন রক্তাক্ত জখম সহ ৩জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় ৫ জনের নামের মামলায় হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার টেংরামারী গ্রামের ব্রজেন মন্ডলের ঘরের উত্তরপাশে তাপস কুমার মন্ডলের একটি মেহগনী গাছ অবস্থিত। গাছটি ঘরের পাশে হওয়ায় বাতাস ও ঝড়ে প্রায়ই তার ঘরের চালের ক্ষতি হচ্ছে। গাছটি কেটে নেয়ার কথা বললেও দুর্জয়রা কর্ণপাত করেননি। ঘুর্ণিঝড় আম্পানে গাছটি চালের উপর পড়লে তা টানা দিতে গেলে দুর্জয় কুমার মন্ডলরা দলবল নিয়ে বাধা দেয়। তাপসদের বাড়ীতে যেয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে। এসময় দুর্জয় দা দিয়ে তাপস কুমার মন্ডলকে মাথায়, অনিমা মন্ডলের হাতে কুপিয়ে জখম করে ও ছবি রাণী মন্ডলকে লাঠিশোটা দিয়ে পিটিয়ে আহত করে। বুধবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ দুর্জয় মন্ডলের স্ত্রী লতিকা রাণী মন্ডল জানায়, তাপসরা ঘরের টানা আমাদের জমিতে টানা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুর্জয় কুমার মন্ডলসহ ৫জনকে আসামী করে পাইকগাছা থানায় এজাহার দাখিল হয়েছে।