দর্শনা কেরুজ চিনি কলের সাবেক কেমিষ্ট তৈয়েবুর রহমানের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলের সাবেক সিনিয়র কেমিষ্ট তৈয়েবুর রহমান আর নেই। তিনি মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজ ভাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মৃত আজাহার হোসেনের বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষঘাত রোগে ভুগছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের সভাপতি তৈয়ব আলী, সংগঠনের সাধারণ সম্পাদক ও কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মরহুমের শ্যালক মাসুদুর রহমান মাসুদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন উপস্থিত হন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেদনা বিধুর পরিবেশে সাবেক সিনিয়র কেমিষ্ট তৈয়েবুর রহমানকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য দর্শনা চিনিকলের সাবেক সিনিয়র কেমিষ্ট তৈয়েবুর রহমান ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের চাচা।