অনলাইনে কাজী নজরুল এর জন্মজয়ন্তী পালন

0

স্টাফ রিপোর্টার॥ মহা-বিদ্রোহের রণতূর্য বাদক, যৌবনের পূজারি কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্ম বার্ষিকী আজ। প্রেম, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে ২৫ মে জন্ম গ্রহণ করেন। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো এই মহান পুরুষ যুগ যুগ ধরে বাঙালির মানসপটে চির ভাস্বর হয়ে আছেন।
আজ সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী । বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে যশোরে এবার কোনো আনুষ্ঠানিকতা তেমন একটা নেই । কিন্তু নাথ কম্পিউটার যশোর এর আয়োজনে আজ ব্যতিক্রমভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয় । নাথ কম্পিউটার এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি করা হয় । অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার খুলনা’র নজরুল এবং উচ্চাঙ্গ সংগীত শিল্পী, শ্রী শ্যামল কুমার সরকার, বাংলাদেশ বেতার খুলনা’র নজরুল সংগীত শিল্পী শায়ন্তনী দেবনাথ ও বিদিশা মিত্র এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবৃত্তি শিল্পী অন্বেষা বিশ্বাস কথা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাথ কম্পিউটার এর স্বত্বাধীকারী পার্থ প্রতীম দেবনাথ রতি ।