আম্পানে সাতক্ষীরায় ৭৭ লাখ টাকার প্রাণিসম্পদের ক্ষতি

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাতক্ষীরার প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় ৭৭ লাখ ৬৭ হাজার টাকার প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। শুক্রবার (২২ মে) সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘূর্ণিঝড় আম্পানে জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে ৬৪টি ইউনিয়নের প্রাণিসম্পদ ক্ষতি হয়েছে। এর মধ্যে আম্পানে আক্রান্ত হয়েছে ৩৪০টি গরু, ২ হাজার ৮০৭টি ছাগল, ৬৫৬টি ভেড়া, ৬৬ হাজার ৭৩৫টি মুরগি ও ২১টি হাঁস। তিনি আরও জানান, জেলায় আম্পানে মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৮৮০টি গবাদিপশু ও পাখি। এরমধ্যে ১৬টি গরু, ১২৩টি ছাগল, ১৮টি ভেড়া, ৩ হাজার ৬৮৮টি মুরগি এবং ৩৫টি হাঁস রয়েছে। এদিকে এরআগে জানানো হয়, আম্পানে জেলার ৮১ কিলোমিটার রাস্তা তিগ্রস্ত হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের ৫৭ দশমিক ৫০ কিলোমিটার বাঁধ তিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের কবল থেকে প্রাণে বাঁচতে জেলার বিভিন্ন আশ্রয়শ্রেন্দ্র ৩ লাখ ৭০ হাজার ২৬৪ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।